শিরোনাম

South east bank ad

নদী রক্ষায় বদ্ধপরিকর জেলা প্রশাসন,নরসিংদীঃ মাধবদী পুরাতন ব্রহ্মপুত্র নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

বৃহস্পতিবার ২৭/০৮/২০ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা মোতাবেক মাধবদী পুরাতন ব্রহ্মপুত্র নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর জনাব মোঃ শাহ আলম মিয়া। এ নদের প্রায় ৫ কি মি এলাকা অবৈধ দখলে ছিল।তার মধ্যে মাধবদী বাজার সংলগ্ন নদের তীরে ৭০০ মি জুরে সবচেয়ে বেশি বহুতল ভবন গড়ে উঠেছিল। মাধবদীতে ১৫৭ জন অবৈধ দখলদারের ২৫৬ টি ভবন( ১ তলা থেকে ১৩ তলা পর্যন্ত) উচ্ছেদ মামলা রুজু করে এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে গত ২৩ ডিসেম্বর ২০১৯ থেকে ধাপে ধাপে এ অভিযান পরিচালনা করা হয়। 118073411_598627470819186_6339247622459196890_o 118175166_598627564152510_8781236073516664721_o 118627612_598627260819207_321955903595970297_o এসময় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। নদীরক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: