শিরোনাম

South east bank ad

সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন,নরসিংদী

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মঙ্গলবার ২৫ আগস্ট ২০২০ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর জনাব শাহ আলম মিয়া। কাঠালিয়া ইউনিয়ন ভূমি অফিসের ডৌকাদি মৌজায় ১৬৭৪ নং দাগে ১৪৫ শতাংশ (দানবপুকুর) সরকারি 'ক' তফসিল ভূক্ত জমি(যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৮০ লক্ষ টাকা) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। মাধবদী ভূমি অফিসের বড়নওপাড়া মৌজায় ২৩১ দাগে ৪৮ শতাংশ সরকারি 'ক' তফসিল ভূক্ত জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০১ কোটি ৯২ লক্ষ টাকা), বেদখলমুক্তকরণ করা হয় এবং সরকারের আয়ত্বে নেয়া হয়। 117904485_597243797624220_1730137458953029872_o 118474645_597243704290896_7669559265318021657_o 118557526_597243924290874_9109168685856713425_o বিঃদ্রঃ উল্লেখ্য উক্ত ভূমি ১৯৮৪ লীজ গ্রহণকারী অদ্যবধি নবায়ন কিংবা লীজ মানি পরিশোধ করেন নি।উপরন্তু হালে তাদের দখলেও নাই।স্থানীয় কতিপয় ব্যক্তি ভোগদখল করে আসছিলো। সর্বমোট উদ্ধার ও বেদখলমুক্তকৃত জমির পরিমাণ ১৯৩ শতাংশ যার বর্তমান বাজার মূল্য আনুমানিক সর্বমোট ৭ কোটি ৭২ লক্ষ টাকা। সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণের জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে ও থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: