শিরোনাম

South east bank ad

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সোমবার ২৪ আগস্ট ২০২০ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 118175270_596546857693914_9219718143958004123_n 118418234_596546827693917_931103287399853309_o 118421130_596546987693901_8813982740491415870_o জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: