শিরোনাম

South east bank ad

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগস্ট ২০২০ মাসের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

আজ ২৩ আগস্ট ২০২০ তারিখ আগস্ট ২০২০ মাসের স্টাফ মিটিং এ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। 117722324_595743044440962_2281301615310281474_o 118003497_595742961107637_5807137737827123563_o 118129117_595743011107632_8533666377555977868_o এসময়ে সভাপতি করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রেখে দাপ্তরিক সেবায় করোনা পূর্বকালীন সময়ের ন্যায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: