প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে মৌলভীবাজারের ডিসি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জেলা প্রশাসক মৌলভীবাজার কর্তৃক প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ পরিদর্শন।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে বাস্তবায়নাধীন গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
এসময় তিনি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের নিমিত্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।