আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শনে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন
পটুয়াখালীতে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশের সব ভূমিহীন ও গৃহহীনকে পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণ করা ঘরগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
তিনি গতকাল সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখ পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ও কালিকাপুর ইউনিয়নে সরেজমিনে পরিদর্শনে যান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
তার এ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পটুয়াখালী, লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর, মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পটুয়াখালী সদরসহ অন্যান্য ব্যক্তিরা।