কক্সবাজারে জেলা পর্যায়ের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রদান
আজ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশেষ অর্জন ও উদ্যোগের জন্য এ পুরস্কার লাভ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী নুর হোসেন এবং ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী রুবেল বড়ুয়া। পুরস্কার প্রাপ্ত সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে চলেছেন।