সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলায় ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুনায় গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলায় ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকর করার লক্ষে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে আজ মঙ্গলবার ২২ জুন ২০২১ইং থেকে আগামী সোমবার ২৮ জুন ২০২১ পর্যন্ত খুলনা জেলায় কঠোর বিধি নিষেধ ও লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ কঠোর লকডাউন সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলররা।