প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় অংশ নিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শরীয়তপুরে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগান সামনে রেখে গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে "প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (PPFP) পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা" অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম আব্দুল্লাহ আল মুরাদ। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ।