রাঙ্গামাটির সদর উপজেলায় ৬২৩ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার গৃহ ও জমি প্রদান
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২য় পর্যায়ে ৬২৩ জন উপকারভোগীদের মধ্যে গৃহ ও জমি দেওয়া হয়। উপজেলা প্রশাসন নিজ নিজ উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপকারভোগীদের মধ্যে গৃহ ও জমি দেন।
রাঙ্গামাটি সদর উপজেলায় উপকারভোগীদের মধ্যে ভূমি ও গৃহ প্রদানের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্য ও সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।