ময়মনসিংহের ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর হস্তান্তর
এইচ. এম জোবায়ের হোসাইন:
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনপরিবারকেজমি ও গৃহগ্রদান (২য় পর্যায়) কার্যক্রম ২০জানুয়ারীভিডিওকনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৬৪৫টি আধাপাকা ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এই উপলক্ষে জেলার ১৩ উপজেলায় পৃথকভাবে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ সদর উপজেলাপরিষদ হলরুমে ঘর হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, খাসজমি না পাওয়া গেলে আগামী জুলাই থেকে প্রয়োজনে জমি ক্রয় করে হলেও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণকরে দেয়া হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা‘দেশের একটি লোকও গৃহহীন থাকবেনা’ বাস্তবায়নে এ প্রকল্পের কাজ চলমান থাকবে।
সদর উপজেলা নির্বাহীঅফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামূল আলম ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুরাইয়া আক্তার লাকী, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এসময় উপকার ভোগীছাড়াও উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ময়মনসিংহ জেলায় দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৬৪৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। তনমধ্যে এবার সদর উপজেলায় ১৫জন তৃতীয় লিঙ্গদের ঘর প্রদান করা হয়েছে। ১৩টি উপজেলার মাঝে ময়মনসিংহ সদর উপজেলায় ৭৫টি ঘর, ঈশ্বরগঞ্জে ৯০, ভালুকায় ৮০, ফুলবাড়িয়ায় ৭০, গফরগাঁওয়ে ৭০, মুক্তাগাছায় ৪৫, ত্রিশালে ৪০, তারাকান্দায় ৪০, হালুয়াঘাটে ৪০, ফুলপুরে ৩০, ধোবাউড়ায় ৩০, গৌরীপুরে ২৫, নান্দাইলে ১০টি গৃহনির্মাণ শেষেগৃহহীন ও দরিদ্র পরিবারের কাছে বরাদ্দ দেয়া হয়েছে।