গাজীপুরে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) উদ্বোধন আগামীকাল
গাজীপুরে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর গাজীপুর জেলায় অত্র প্রকল্পের কাজ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
অত্র প্রকল্পের আওতায় গাজীপুর জেলার ৫টি উপজেলায় ২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান, উপ-পরিচালক (স্থানীয় সরকার), গাজীপুর, মো: মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাজীপুর জনাব আব্দুল্লাহ আল জাকী, উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর, গাজীপুর হাফিজা জেসমিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর, গাজীপুর, চৌধুরী মুস্তাফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, গাজীপুর ও গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি)তানিয়া তাবাসসুম।