খুলনা কালেক্টরেট পাবলিক স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আজ বৃহস্পতিবার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। খুলনার সোনাডাঙ্গার হাফিজনগরে উক্ত প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণকৃত স্থানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । গেস্ট অব অনার হিসেবে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।
অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দকে নিয়ে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
h