শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ৬৪৫ ঘর হস্তান্তর হবে আগামী ২০ জুন

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

আগামী ২০ জুন তারিখ সকাল সাড়ে ১০ ঘটিকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে সারাদেশে নির্মিত ৫৩,৩৪০ টি ঘরের সাথে ময়মনসিংহ জেলার ২য় পর্যায়ে নির্মিত ৬৪৫ টি ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করবেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সার্বিক দিক নির্দেশনায় উপপরিচালক, স্থানীয় সরকার, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কমিটির সকল কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দ্বিতীয় পর্যায়ের এ বিশাল কর্মযজ্ঞ এখন উদ্বোধনের অপেক্ষায়। জেলা প্রশাসক প্রতিনিয়ত বিভিন্ন উপজেলার ঘরের নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিজে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলায় ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। ১৭ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

h

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: