শিরোনাম

South east bank ad

হবিগঞ্জে গৃহহীনদের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক


গতকাল মঙ্গলবার ১৫ জুন ২০২১ইং তারিখ জেলা প্রশাসক ইশরাত জাহান চুনারুঘাট উপজেলা পরিদর্শন করেন। এ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক চুনারুঘাট থানা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এরপর জেলা প্রশাসক চুনারুঘাট উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় নেন।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির লস্কর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাইফুল আলম রুবেল, মেয়র, চুনারুঘাট পৌরসভা, ভাইস চেয়ারম্যানদ্বয়, দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের অনেকেই।
সভা শেষে জেলা প্রশাসক চুনারুঘাট উপজেলার ৯ নং রানীঁগাও ইউনিয়ন এ আশ্রয়ণ প্রকল্পের অধীনে ‘ক’ শ্রেণির গৃহহীনদের জন্য নির্মাণাধীন ৩০টি ঘর পরিদর্শন করেন।

h

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: