বগুড়ার সোনাতলায় গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর দিতে পারার চেয়ে বড় কোনো উৎসব আর কিছুই হতে পারে না। সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিব বর্ষের লক্ষ্য, যাতে দেশের প্রত্যেক মানুষ উন্নত জীবন যাপন করতে পারেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক। গতকাল রোববার ১৩ জুন ২০২১ইং তারিখ বগুড়া জেলার সোনাতলা উপজেলার দ্বিতীয় পর্যায়ের ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক।
তার এই ঘরের কাজ পরিদর্শনের সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।