অবসরোত্তর ছুটিতে যাওয়া এসআইকে ব্যতিক্রর্মী সংবর্ধনা দিলেন রাজবাড়ী পুলিশ সুপার
এসআই সশস্ত্র মো. শাহজাহান মোল্লা অবসরোত্তর ছুটিতে যাওয়ার দিন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের উদ্যোগে সহকর্মী পুলিশ সদস্যদের কাছ থেকে পেলেন ব্যতিক্রর্মী সংবর্ধনা ও শুভেচ্ছা। এসআই সশস্ত্র মো. শাহজাহান মোল্লাকে একটি সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। গাড়িটি ফুল-বেলুন দিয়ে সাজানোও হয়। এমন সম্মান পাওয়াতে অভিভূত এই পুলিশ সদস্য। তিনি কৃতজ্ঞা প্রকাশ করেছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের প্রতি ।
পুলিশের চাকরিতে ৩৯ বছর পূর্ণ করেছেন এসআই সশস্ত্র মো. শাহজাহান মোল্লা। তিনি সরকারি নিয়মানুযায়ী এক বছরের অবসরোত্তর ছুটিতে যান। চাকরির শেষ দিনে সহকর্মীরা বিশেষভাবে সম্মান জানান এই পুলিশ সদস্যকে।