শিরোনাম

South east bank ad

জাতীয় কল সেন্টার "৩৩৩" এর ব্যাপক প্রচার-প্রচারণা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

জাতীয় কল সেন্টার "৩৩৩” এর ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনকল্যাণমূলক এ উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়ন এবং এর সুফল নাগরিকদের নিকট পৌঁছে দিতে রাজবাড়ী জেলার সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

২৯মে শনিবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশব্যাপী জাতীয় কল সেন্টার ৩৩৩ এর মাধ্যমে চব্বিশ ঘণ্টা জরুরী তথ্যসেবা প্রদান করা হচ্ছে। বর্তমান সংকটকালীন মুহূর্তে মাত্র একটি কলেই মিলছে জরুরী স্বাস্থ্যসেবা ও ত্রাণ সামগ্রী।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জনগণের দোড় গোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার নির্দেশনায় তথ্য ও যোগাযোগো প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কল সেন্টার ‘৩৩৩’চালু করা হয়েছে। তিনি আরো বলেন,এই জরুরী সেবা সেন্টার থেকে রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে ২৯৫জন কে ত্রাণ ও খাদ্য সহায়তা পেয়েছেন।

এসময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোরহাব, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন উপস্থিতি ছিলেন।

উক্ত প্রেস ব্রিফিং এ রাজবাড়ীর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: