শিরোনাম

South east bank ad

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন ভোলার জেলা প্রশাসক

 প্রকাশ: ২৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

আজ ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী ভোলা সদরের পূর্ব ইলিশা দালালবাজার ও তুলাতুলী এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং বেড়িবাঁধ রক্ষায় সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অন্যানদের মধ্যে ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলার লালমোহন উপজেলায় গাছচাপা পড়ে একজন মারা গেছেন । জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উপরে উঠেছিল। কিন্তু বর্তমানে নেমে গেছে। দুর্গম চরে প্রায় ২৫০টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জোয়ারের পানিতে ৯০০ গরু/মহিষ ভেসে গেছে। ৬৯১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এসব আশ্রয়কেন্দ্রে ২ হাজার লোক আশ্রয় নিয়েছিলেন। এসব লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরে যাচ্ছেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: