কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করলেন রংপুরের জেলা প্রশাসক
লকডাউনের সময় শ্রমিক সঙ্কটে ধান ঘরে তুলতে কৃষকদেরকে দারুণভাবে সহযোগিতা করছে কম্বাইন হারভেস্টার মেশিন। এক সময়ের দুর্লভ আধুনিক এ মেশিন সরকারি প্রণোদনায় এখন কৃষকের দোরগোড়ায়। মেশিনটির ব্যবহার যেমন সাশ্রয়ী, তেমনি ফসল তুলতে সময়ও লাগে কম। ফলে দিন দিন প্রান্তিক কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সরকারের এই উদ্যোগ।
এটি ডিজেল ইঞ্জিনচালিত এমন একটি যন্ত্র, যা দিয়ে ধান ও গম একই সাথে কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। শস্য সংগ্রহের প্রধান চারটি কাজ (কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী) একই সঙ্গে করা যায় বিধায় যন্ত্রটির নাম কম্বাইন হারভেস্টার বলা হয়ে থাকে। সনাতন পদ্ধতিতে কাঁচি দিয়ে শস্য কাটার তুলনায় অল্প সময় ও কম খরচে ধান ও গম কাটা যায়। ফলে সময় ও কায়িক শ্রম লাঘব হয়। যন্ত্রটি ওই সব ফসল কাটার কাজে ব্যবহার করা যাবে যেগুলোর উচ্চতা মোটামুটি একই রকম ও শীষ/ছড়া গাছের উপরের দিকে থাকে এবং নিচের দিকে অবশিষ্ট অংশ থাকে।
রংপুর জেলার তারাগঞ্জে রবি/২০২০-২১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০ একর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ ( Synchronised Cultivation) এর কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৫ মে) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর এলাকায় এ কার্যক্রমের সূচনা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।