গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত

গতকাল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা, চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।
এ সময় "হাজী কুরবান আলী সুইটস" নামক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারায় ৬০,০০০/-(ষাট হাজার টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করা হয়।
পথচারী এবং ব্যবসায়িক দোকানদারকে মাস্ক এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে উৎসাহিত করা হয় এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া "মেসার্স মোজাদেদিয়া" নামক গ্রুপের মোজাদেদিয়া রাইসমিল, মোজাদেদিয়া এগ্রো ফার্ম পরিদর্শন করা হয়। প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহে থাকা ও কর্মপরিবেশ সন্তোষজনক হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের মালিককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জেলা বাজার কর্মকর্তা জনাব আব্দুস সালাম এসময় উপস্থিত ছিলেন। আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যগণ ও শ্রীপুর থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা করেন ।