শিরোনাম

South east bank ad

নদীর তীরে বেদে বহরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির জেলা প্রশাসক

 প্রকাশ: ১৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নদীর তীরে বেদে বহরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির জেলা প্রশাসক

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে চার নদীর মোহনায় ( ইকোপার্কে) আশ্রয় নেওয়া বেদে বহরের ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জোহর আলী সুগন্ধা-বিষখালী-ধানসিঁড়ি-গাবখান নদীর মোহনায় আশ্রয় নেওয়া এসব মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলু, চিনি ও তেলের প্যাকেট পেয়ে খুশি বেদে বহরের অর্ধশত পরিবার। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা, সায়েম ইমরান।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চার নদীর মোহনায় বেদে বহরের অর্ধশত পরিবার আশ্রয় নেয়। করোনাকালে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: