ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসককে যমুনা ব্যাংকের দশ লাখ টাকার চেক হস্তান্তর

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর ত্রাণ তহবিলে করোনাকালীন ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে 'যমুনা ব্যাংক' এর ১০(দশ) লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।জেলা প্রশাসক এর হাতে এ চেক তুলে দেন যমুনা ব্যাংক, সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এভিপি মোঃ আব্দুল মান্নান। গতকাল বুধবার সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তাঁর নিজ কার্যালয়ে এ চেক গ্রহণ করেন।