বিভিন্ন শ্রেণি পেশার কর্মজীবীদের মাঝে খুলনা জেলা প্রশাসনের খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত

দেশব্যাপী আকস্মিকভাবে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করায় দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল এসকল শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবারের ব্যয় নির্বাহ করতে না পেরে তারা মানবেতর জীবন যাপন করছে। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কর্মহীন এই শ্রমিকদের অসহায়ত্বের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন তাদেরকে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা জেলা প্রশাসন গতকাল করোনায় কর্মহীন প্রান্তিক দোকান কর্মচারী, গণপরিবহণ শ্রমিক এবং ঋষি সম্প্রদায়ের ৫০০ (পাঁচ শত) জন কর্মজীবীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে। মহানগরীর শহিদ হাদিস পার্কে বেলা ১১.০০ মি.-এ খাদ্য সহায়তা বিতরণের আয়োজন করা হয়। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
অতীতের যেকোন সময়ের মত ভবিষ্যতেও বর্তমান সরকার ও জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়াবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা সরকার ঘোষিত লকডাউনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রত্যয় ব্যক্ত করেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, জনবান্ধব বর্তমান সরকার ও প্রশাসন জনগণের যেকোন সংকটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তিনি জেলা প্রশাসনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন প্রান্তিক শ্রমজীবীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল, ২০২১ খ্রি. প্রথমিকভাবে ৩০০ জন কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে ‘করোনায় কর্মহীনদের মাঝে খুলনা জেলা প্রশাসন এর উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে এই কর্মসূচির আওতায় প্রায় ৬ হাজার কর্মহীন উপকারভোগীকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খুলনা মহানগর ও উপজেলাসমূহের দূরবর্তী ও প্রান্তিক অঞ্চলে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।