২০৫ প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ঢাকার জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক চলাচল সীমিত করনের নির্দেশনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ২০৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
আজ রাজধানীর মগবাজারে অবস্থিত প্রতিবন্ধী বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম । মগবাজারস্থ শাহনূরী মডেল স্কুল মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।