পাঁচটি এতিমখানায় শিশু কিশোরদের জন্য চাল বরাদ্দ দিলো হবিগঞ্জ জেলা প্রশাসন

হবিগঞ্জ জেলা প্রশাসন-এর পক্ষ থেকে আজ জেলার পাঁচটি এতিমখানায় শিশু কিশোরদের জন্য পাঁচশো কেজি করে চাল প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এতিমখানা কর্তৃপক্ষের নিকট চালের অর্থমূল্য তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মর্জিনা আক্তার, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন। উক্ত কর্মসূচিতে সম্মানিত জেলা প্রশাসক এতিমখানার শিশুদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।