শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

গতকাল বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আবদুর রউফ স্টেডিয়ামে শরীয়তপুর জেলার সদর উপজেলার বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান সবার হাতে এই অর্থ সহায়তা তুলে দেন। জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনদ্বীপ ঘরাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন; জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ; সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সামিনা ইয়াছমিন; বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।