বগুড়ায় ১০০ নিম্ন আয়ের মহিলা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১০০(একশ) জন নিম্ন আয়ের মহিলা শ্রমিককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান করেছেন
বগুড়া জেলা প্রশাসক । গতকাল জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১০০ জন নিন্ম আয়ের মহিলা শ্রমিকদের মাঝে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এর করতোয়ায় সম্মেলন কক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত ১০০ জন মহিলা শ্রমিক এ উপহার গ্রহণ করেন এবং জেলা প্রশাসনের এমন উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ,এন.ডি.সি জনাব রাশেদুল ইসলাম ও বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগের নেত্রীবৃন্দ।