শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র পেল প্রধানমন্ত্রীর উপহার

 প্রকাশ: ০৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ময়মনসিংহে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র পেল প্রধানমন্ত্রীর উপহার

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র, অসহায়, দু:স্থ ও ভাসমান জনগনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার( ৯ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাস্হ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ,এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর মেয়র জনাব ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন । উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি আলু ও ১ কেজি লবণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন দু:স্থ ও ভাসমান জনগণ। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামী দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক, ময়মনসিংহ। এছাড়াও পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: