মৌলভীবাজারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আজ মৌলভীবাজার সদর উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটি এর আয়োজনে মৌলভীবাজার জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ (উফসী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কাজী লৎফুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর শরিফুল ইসলাম।