গ্রাম পুলিশদের বাইসাইকেল ও নতুন পোশাক বিতরণ করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

সোনারগাঁ উপজেলায় আজ ৯৯ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও বাৎসরিক নতুন পোশাক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় তিনি বলেন, 'গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ কাজে এসব উপকরণ সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ গ্রাম পুলিশদের কাজে গতি এনে দেবে বহুগুণ।'
এছাড়াও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ৭০ জন কর্মহীন পরিবহন শ্রমিক ও ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেন।
এসময় বাসচালক মনিরুল বলেন, বেশ কিছুদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে চলতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।