নকল আইসক্রিম ও লাচ্ছা সেমাই কারখানায় ৯৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআই এর অনুমোদনবিহীন আইসক্রিম ও সেমাই উৎপাদন করায় তিন কারখানা মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা ও কারখানা তিনটি সিলগালা করে দেন। এসময় বিএসটিআই-এর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে দুটি কারাখানা ও জয়মনিরহাট ইউনিয়নের একটি কারখানায় অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদন করে নামীদামী ব্রান্ডের প্যাকেটে ভরে তা বাজারজাত করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে বিচার বসিয়ে তাদের মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে আইসক্রিম ও লাচ্চা সেমাইয়ে ব্যবহৃত সামগ্রী ধ্বংস করা হয় এবং কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়।