শিরোনাম

South east bank ad

ঝিনাইদহে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ঝিনাইদহে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহে অ্যাপসের মাধ্যমে কৃষকের নিবন্ধনকৃত অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (রেভিনিউ) সেলিম রেজা, জেলা কৃষি সম্প্রসারষ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেখ আনায়ারুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন।

আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কৃষক প্রতিনিধি শফিউদ্দিন আহমেদ ও কৃষকরাসহ অন্যান্যরা।
খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে ঝিনাইদহের সদরে, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে ৬ হাজার ৫৮৮ মেট্রিকটন ধান ২৭ টাকা কেজি দরে ক্রয় করা হবে। এছাড়াও জেলায় মোট ধান সংগ্রহ করা হবে ১১ হাজার ৪৫৯ মেট্রিক টন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে এ ধান সংগ্রহ অভিযান।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: