নড়াইলে ধান কাটা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নড়াইলে বোরো ধানের শস্য কর্তন শুরু হয়েছে আজ । নড়াইলে ভান্ডারিপাড়ায় ২০২০-২0২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধন শেষে তিনি মিনি কম্বাইন হারভেস্টার দিয়ে ফসলকাটা প্রত্যক্ষ করেন।
কৃষি অফিসার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গড় ফলন হয়েছে হেক্টরপ্রতি প্রায় ৬.৫ টন। আশানুরূপ উৎপাদন হওয়ায় আগামী বছর এ জাতের ধানের আবাদ আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে শতাধিক ধানচাষি অংশগ্রহণ করেন।