শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক কর্মহীন, দুস্থ- অসহায় জনগোষ্ঠী ও পরিবহন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মে) ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে স্বাস্থ্য বিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

৬০০ জন কর্মহীন, দুস্থ- অসহায় জনগোষ্ঠী ও পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু,এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ কেজি লবন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া,মোঃ এহতেশামুল আলম, সভাপতি মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন অসহায়-কর্মহীনরা। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক, ময়মনসিংহ।এছাড়া পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরন করা হবে বলে জানান তিনি ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: