শিরোনাম

South east bank ad

এসবিএসি ব্যাংকের উদ্যোগে ৭২ নারী পেল সেলাই মেশিন

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

এসবিএসি ব্যাংকের উদ্যোগে ৭২ নারী পেল সেলাই মেশিন

বাগেরহাটের ফকিরহাটে এসবিএসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৭২জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোগে আজ রবিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসি ব্যাংক লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহ গালিব। এদিন উপজেলার ৮টি ইউনিয়নের ৭২ ওয়ার্ডের ৭২জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, ফকিরহাটে উন্নয়নমূলক কার্যক্রমে যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তা অতুলনীয়। যা দেখে বাংলাদেশের অন্যান্য উপজেলা গুলো শিখতে পারবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: