৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষজনের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছে দিলো কুড়িগ্রাম জেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবারও জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আজ কুড়িগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী (১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও ১ প্যাকেট নুডলস) বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর, প্রেসক্লাবের সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।