গাজীপুরে গণপরিবহন শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা

কোভিড-১৯ মহামারির প্রকোপ বৃদ্ধিজনিত কারনে জারীকৃত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া আন্ত: জেলা বাস টার্মিনাল পরিবহনের শ্রমিকদের মাঝে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম এ ত্রাণ সহায়তা বিতরণ করেন। গাজীপুর রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গাজীপুর আন্ত:জেলা বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয় । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, জেলা প্রশাসক এসএম. তরিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে ২০০ গণ পরিবহন শ্রমিকদের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ১ কেজি লবণ।
জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ রোধকল্পে সরকারের ঘোষিত লকডাউনের কারণে মানুষ কর্মহীন হয়ে দিনযাপন করছেন তাদের সহায়তায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে। এ তালিকা অনুযায়ী প্রতিদিন এই ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য থাকে যে, গত বছর লকডাউন চলাকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সহায়তায় অতিরিক্ত প্রায় ৩০ হাজার পরিবারকে ত্রাণসহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল।