শিরোনাম

South east bank ad

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করলেন খুলনার জেলা প্রশাসক

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করলেন খুলনার জেলা প্রশাসক

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গতকাল দিঘলিয়া উপজেলা পরিদর্শনকালে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুভ উদ্বোধন করেন।
প্রথমেই তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনে নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর ২য় তলার শুভ উদ্বোধন করেন। অতঃপর তিনি "আমার বাড়ি আমার খামার প্রকল্প" ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সবশেষে তিনি আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান এবং সদ্য নতুন ঘর প্রাপ্ত উপকারভোগীদের খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক এর সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: