শিরোনাম

South east bank ad

গাইবান্ধায় চারশত পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

গাইবান্ধায় চারশত পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ  করলেন জেলা প্রশাসক

আজ গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে বিকেল ৩ ঘটিকায় গাইবান্ধা জেলা প্রশাসন ব্যবস্থাপনায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪০০ শ্রমিকের মাঝে বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিঃ তেল, ১ কেজি চিনি, ১কেজি লবণ ও ০.৫ কেজি সেমাই।
গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এঁর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদানের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গাইবান্ধা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, মেয়র গাইবান্ধা পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, বাস মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: