ময়মনসিংহে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরন

চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে আজ ময়মনসিংহ জেলা প্রশাসন জেলার ২৫০ জন দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠী ও পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহার সামগ্রী বিতরন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে স্বাস্থ্য বিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম-সেবা) , জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক। এছাড়া পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরন করা হবে বলে জানান তিনি ।