খুলনায় আজও বিতরণ করা হয়েছে দরিদ্র ও কর্মহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন এর উদ্যোগে আজ ডুমুরিয়ার অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিপিএ, পুলিশ সুপারমোহাম্মদ মাহবুব হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।