শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপহার পেলো সুনামগঞ্জের ৭৫০ কর্মহীন পরিবার

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর উপহার পেলো সুনামগঞ্জের ৭৫০ কর্মহীন পরিবার

আজ সকালে সুনামগঞ্জ জেলার পৌর এলাকায় করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের ফলে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। প্রথম দফায় পৌর এলাকায় ৭৫০ (সাতশত পঞ্চাশ) টি কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১/২ কেজি চিড়া, ১/২ কেজি মুড়ি, ১ লিটার সোয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। এ পর্যায়ে জেলার মোট ০২ (দুই) হাজার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন , জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো: মিজানুর রহমান (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, চলমান লকডাউনের কারণে সুনামগঞ্জের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে তৃতীয লিঙ্গ, নাপিত, মুচি, রেস্তোরা কর্মচারী, পরিবহন শ্রমিক, রিক্সাচালক, শ্রমিক, দিনমজুরসহ ৭৫০টি পরিবারের মাঝে আজ ত্রাণ বিতরণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে জেলার ১১ টি উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। করোনাকালে চাল ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: