রাস্তায় অবস্থানরত বৃদ্ধাকে নিরাপদ অবস্থানে পাঠালেন রংপুরের ডিসি : সন্তানদের খোঁজে প্রশাসন

রংপুর স্টেশন এলাকায় গতকাল (২৫ এপ্রিল) এক বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যায় তার সন্তানেরা। স্টেশন এলাকায় খোলা রাস্তায় অবস্থানরত বৃদ্ধা মায়ের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় নি। এ বিষয়ে একটি অনলাইন টিভিতে সংবাদ প্রচারের পর সেই মাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
বর্তমানে রংপুর শিশু পরিবার (বালিকা)তে বৃদ্ধা মায়ের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হয়েছে। রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে বৃদ্ধা মাকে রাখা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। এছাড়া বৃদ্ধা মায়ের পরিবারের পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।