লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উপহার হিসেবে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম, ভবানীগঞ্জ, চন্দ্রগঞ্জ এলাকায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসাজিয়া পারভীন, উপজেলা নির্বাহী অফিসার ( সদর) মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি), সদর, লক্ষ্মীপুর, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য বিতরণকৃত উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল।