শিরোনাম

South east bank ad

নড়াইলে ২টি হারভেস্টার মেশিন কৃষকের মাঝে হস্তান্তর

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নড়াইলে ২টি হারভেস্টার মেশিন কৃষকের মাঝে হস্তান্তর

স্বল্প খরচ ও সহজে বোরো ধান কাটার জন্য নড়াইলে কৃষকদের মাঝে দু’টি হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম মেশিনের মালিকদের কাছে চাবিগুলো হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাসসহ উপকারভোগীরা। সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকার থেকে ৫০% ভর্তুকি সুবিধা নিয়ে নড়াইল সদরের তুলারামপুরের মিজানুর রহমান এবং শিমুলিয়া গ্রামের তিতাস বিশ্বাস মেশিন দুটি ক্রয় করেন। প্রতিটি মেশিনের মূল্য প্রায় ৩১ লাখ টাকা। একেকটি হারভেস্টার মেশিন ঘণ্টায় প্রায় এক একর জমির ধান কাটতে পারে। করোনাভাইরাসের সংকটময় সময়ে হারভেস্টার মেশিনের চাহিদা ভালো বলে জানিয়েছেন মেশিন মালিকেরা।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় একরপ্রতি ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হলেও এই মেশিন দিয়ে ধানকাটাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে একর প্রতি খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। এ মেশিন একই সঙ্গে ধানকাটা, ঝাড়া ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করে। করোনাভাইরাসের কঠিন সময়ে কৃষকদের কষ্ট লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের কৃষকদের জন্য এ উদ্যোগ নিয়েছেন।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ বছর জেলায় ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৬ হাজার ৬১০ মেট্রিক টন চাল। নড়াইলে এখন পুরোদমে বোরো ধানকাটা চলছে। ভালোও ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সহজে ঘরে ধান তুলতে পারবেন। হারভেস্টার মেশিনে কৃষকেরা উপকৃত হচ্ছেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: