ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড ব্রোঞ্জ পদক জয়ীকে শুভেচ্ছা জানালেন নাটোর এর জেলা প্রশাসক

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও)-২০২১ এ ব্রোঞ্জ পদক জয়ী নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রায়ান বিনতে মোস্তফা অমিকে জেলা প্রশাসন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নাটোর এর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ । উল্লেখ্য, ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ বাংলাদেশের মেয়েরা রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ এই প্রথম। ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় ইজিএমও ২০২১। ২০১২ সাল থেকে ইজিএমও প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন দেশে। এ বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এবার ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথমবার অংশগ্রহণেই বাংলাদেশের প্রতিযোগী রায়ান বিনতে মোস্তফা ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে একটি ব্রোঞ্জপদক।