South east bank ad

টিসিবি-র পণ্য বিক্রয়ের স্থানসমূহ পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

টিসিবি-র পণ্য বিক্রয়ের স্থানসমূহ পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক

কোভিড-১৯ পরিস্থিতি এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসন এর উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার্থে নেত্রকোণা জেলায় টিসিবি পণ্য বিক্রয়ের ট্রাক-সেলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জেলা শহরে ২টি-র স্থলে ৩টি করে ট্রাক-সেলের মাধ্যমে ৩টি স্পটে টিসিবি পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। এছাড়া প্রতি উপজেলায় বিভিন্ন সময়ে ট্রাক-সেলের মাধ্যমে টিসিবি পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।
নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান গতকাল ২৪ এপ্রিল টিসিবি-র পণ্য বিক্রয়ের স্থানসমূহ পরিদর্শন করেন। টিসিবির পণ্যের ডিলার এবং সাধারণ ক্রেতাসাধারণের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।

নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, ভবিষ্যতে আরও টিসিবি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা অনুযায়ী টিসিবি পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে চাহিদা মোতাবেক স্পট পরিবর্তন করে অন্য স্পটেও টিসিবি পণ্য সরবরাহ করা হবে। পৌরসভার ০৯টি ওয়ার্ডে এবং সকল উপজেলায় পর্যায়ক্রমে টিসিবি পণ্য ট্রাক-সেলের মাধ্যমে সরবরাহ করা হবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: