"দ্যুতিময় দুয়ার" হয়ে উঠবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক সমৃদ্ধ বিদ্যাপীঠ

প্রতিবন্ধী বা অটিস্টিক নয়, ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওদের প্রতিভাও ব্যতিক্রমধর্মী। শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে সাধারণ শিশুর চেয়ে ওদের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে ভিন্নধর্মী। এ সত্যের উপলদ্ধি নরসিংদী জেলায় তিন বছরের পথচলায় সৈয়দা ফারহানা কাউনাইন কে প্রতিনিয়ত স্বপ্ন দেখিয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সমৃদ্ধ বিদ্যাপীঠ স্থাপনের যেখানে তাঁদের পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মেঘের আড়ালে লুকায়িত প্রতিভার অন্বেষণ এবং পরিচর্যার সকল সুব্যবস্থা থাকবে। সে মঙ্গলময় অভিযাত্রার ভিত্তি স্থাপিত হলো।
সম্প্রতি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া মৌজায় প্রস্তাবিত নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় "দ্যুতিময় দুয়ার" এর অনুকুলে বরাদ্দকৃত ৫০ শতাংশ ভূমির সীমানা নির্ধারণ ও ভূমির বৃত্তান্ত সম্বলিত ফলক স্থাপন করা হয়। সীমানা নির্ধারণ ও ফলক স্থাপনকালে নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন।