জনস্বার্থে বাগেরহাট জেলা প্রশাসন লকডাউনের কঠোর বিধিনিষেধ অব্যাহত রাখবে

করোনা সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে এবং বাগেরহাট জেলাকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে মাঠে রয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।
গতকাল বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ফয়জুল হক এর নির্দেশনার আলোকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে ৯টি মামলায় ৩৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব খাদিজা আকতার। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রুবাইয়া বিনতে কাশেম উপস্থিত ছিলেন।